জলবায়ু পরিবর্তন মোকাবেলার খরচ কমিয়ে ধরা হয়েছে: জাতিসংঘ : জলবায়ু পরিবর্তন মোকাবেলার খরচ দুই থেকে তিনগুণ কমিয়ে ধরা হয়েছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ। বিশ্ব সংস্থাটি বলেছে, যেখানে উন্নত দেশগুলোর উষ্ণতা সমন্বয়ের কাজে ২৫০ থেকে ৫০০ বিলিয়ন ডলার খরচ হবে সেখানে মাত্র ৭০ থেকে ১০০ বিলিয়ন ডলার খরচ ধরা হয়েছে।
জলবায়ু পরিবর্তন মোকাবেলার খরচ কমিয়ে ধরা হয়েছে: জাতিসংঘ
: জলবায়ু পরিবর্তন মোকাবেলার খরচ দুই থেকে তিনগুণ কমিয়ে ধরা হয়েছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ। বিশ্ব সংস্থাটি বলেছে, যেখানে উন্নত দেশগুলোর উষ্ণতা সমন্বয়ের কাজে ২৫০ থেকে ৫০০ বিলিয়ন ডলার খরচ হবে সেখানে মাত্র ৭০ থেকে ১০০ বিলিয়ন ডলার খরচ ধরা হয়েছে।
পেরুর রাজধানী লিমায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু সম্মেলনে সংস্থার পরিবেশ বিষয়ক কর্মসূচির জরিপ ফলাফল গতকাল প্রকাশ করেছে এবং এতে এই তথ্য উঠে এসেছে।
জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের আন্তঃসরকার প্যানেল পঞ্চম মূল্যনির্ধারণ রিপোর্টে বলেছিল- জলবায়ু পরিবর্তন সমন্বয়ের কাজে আগামী ২০৫০ সাল পর্যন্ত প্রতি বছর ৭০ থেকে ১০০ বিলিয়ন ডলার খরচ হবে। কিন্তু গতকালের রিপোর্টে বলা হলো- খরচ ২৫০ বিলিয়ন থেকে ৫০০ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। এ অবস্থায় জাতিসংঘ পরিবেশ বিষয়ক কর্মসূচির নির্বাহী পরিচালক আমিশ স্টেইনার বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিষয়ে আমাদেরকে আরো বেশি সততার সঙ্গে কাজ করতে হবে।#৬ ডিসেম্বর (রেডিও তেহরান)
No comments: