রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের কয়েকটি ড্রোন ভূপাতিত : ক্রিমিয়া উপদ্বীপে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের কয়েকটি ড্রোন ধ্বংস হয়েছে। এসব ড্রোন গোয়েন্দা তৎপরতার জন্য সেখানে পাঠানো হয়েছিল। ড্রোনগুলো রুশ সেনা অবস্থানের কাছাকাছি পৌঁছার পর তাতে আঘাত হানে ক্ষেপণাস্ত্র।
রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের কয়েকটি ড্রোন ভূপাতিত
: ক্রিমিয়া উপদ্বীপে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের কয়েকটি ড্রোন ধ্বংস হয়েছে। এসব ড্রোন গোয়েন্দা তৎপরতার জন্য সেখানে পাঠানো হয়েছিল। ড্রোনগুলো রুশ সেনা অবস্থানের কাছাকাছি পৌঁছার পর তাতে আঘাত হানে ক্ষেপণাস্ত্র।
ক্রিমিয়া থেকে রুশ সেনা সূত্র আজ (মঙ্গলবার) জানিয়েছে- ক্রিমিয়ায় ঢোকার পর প্রথমে ড্রোনগুলোর গতিবিধি পর্যবেক্ষণে রাখা হয়। এরপর সেগুলো যখন কোনো সামরিক স্থাপনার কাছে গিয়ে পৌঁছায় তখনি ভূপাতিত করা হয়। গত এক মাসে এসব ড্রোন ধ্বংসের ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। তবে মোট কয়টি ড্রোন ধ্বংস করা হয়েছে তা সুস্পষ্ট করে জানায়নি রুশ কর্তৃপক্ষ।
কয়েক মাস আগে এক গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে একীভূত হয়েছে ক্রিমিয়া অঞ্চলটি। ক্রিমিয়া ইস্যুতেই রাশিয়ার সঙ্গে পাশ্চাত্যের টানাপড়েন নতুনকরে বাড়তে শুরু করে । তবে এখন পুরো ক্রিমিয়া উপদ্বীপের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে রাশিয়ার।#৯ ডিসেম্বর (রেডিও তেহরান)
Tag: world
No comments: