ইয়েমেনের দক্ষিণাঞ্চলে ফের মার্কিন ড্রোন হামলা: নিহত ৯ : ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শাবওয়া প্রদেশে মার্কিন ড্রোন হামলায় অন্তত নয়জন নিহত হয়েছে। নিহতরা সবাই আল-কায়েদা সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
ইয়েমেনের দক্ষিণাঞ্চলে ফের মার্কিন ড্রোন হামলা: নিহত ৯
: ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শাবওয়া প্রদেশে মার্কিন ড্রোন হামলায় অন্তত নয়জন নিহত হয়েছে। নিহতরা সবাই আল-কায়েদা সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
ইয়েমেনের একটি নিরাপত্তা সূত্র আজ (শনিবার) জানিয়েছে, মার্কিন ড্রোন শাবওয়া প্রদেশের নুসাব এলাকায় আল-কায়েদার অবস্থানে হামলা চালালে এসব সন্ত্রাসী নিহত হয়। গত মাসে ওই প্রদেশে একই ধরনের হামলায় ৬ সন্ত্রাসী নিহত হয়েছিল।
আরব উপত্যকায় তৎপর আল-কায়েদা সন্ত্রাসী গোষ্ঠী মার্কিন সাংবাদিক লুক সোমারকে হত্যার করার হুমকি দেয়ার দুই দিন পর ওই হামলা চালানো হলো। আল-কায়েদা এক বছরেরও বেশি সময় আগে রাজধানী সানা থেকে সোমারকে অপহরণ করেছিল। আজ (শনিবার) মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হ্যাগেল জানিয়েছেন, সোমারকে মুক্ত করার জন্য বিশেষ মার্কিন বাহিনী অভিযান চালাতে গেলে অপহরণকারীরা তাকে হত্যা করেছে।
মার্কিন ড্রোন ইয়েমেন, পাকিস্তান, আফগানিস্তান এবং সোমালিয়াসহ কিছু মুসলিম দেশে পরিকল্পিত হত্যাকাণ্ড চালাচ্ছে। জাতিসংঘসহ কিছু মানবাধিকার সংগঠন জানিয়েছে, আমেরিকাই বিশ্বব্যাপী সবচেয়ে বেশি পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটিয়েছে। যেসব পদ্ধতির মাধ্যমে ওয়াশিংটন এসব হত্যকাণ্ড চালায় তার মধ্যে ড্রোন হামলা অন্যতম।#৬ ডিসেম্বর (রেডিও তেহরান)
No comments: