‘ইয়েমেনে অপহৃত মার্কিন সাংবাদিক লুককে হত্যা করা হয়েছে’ ): ইয়েমেনে গত বছর অপহৃত মার্কিন সাংবাদিক লুক সোমার্সকে আল-কায়েদার সঙ্গে জড়িত সন্ত্রাসীরা হত্যা করেছে বলে মার্কিন সরকার নিশ্চিত করেছে। সোমার্সকে মুক্ত করার জন্য বিশেষ মার্কিন বাহিনী ব্যর্থ অভিযান চালানোর পর সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে বলে মনে করা হচ্ছে।
‘ইয়েমেনে অপহৃত মার্কিন সাংবাদিক লুককে হত্যা করা হয়েছে’
): ইয়েমেনে গত বছর অপহৃত মার্কিন সাংবাদিক লুক সোমার্সকে আল-কায়েদার সঙ্গে জড়িত সন্ত্রাসীরা হত্যা করেছে বলে মার্কিন সরকার নিশ্চিত করেছে। সোমার্সকে মুক্ত করার জন্য বিশেষ মার্কিন বাহিনী ব্যর্থ অভিযান চালানোর পর সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে বলে মনে করা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আজ (শনিবার) সোমার্সের নিহত হওয়ার খবর নিশ্চিত করে বলেছেন, লুক সোমার্সের উদ্ধার অভিযানের সময় আল-কায়েদার হাতে তার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে মার্কিন সরকার। অবশ্য ইয়েমেনের কর্মকর্তারা আগেই সোমার্সের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক ইয়েমেনের একজন নিরাপত্তা কর্মকর্তা আজ (শনিবার) বলেছেন, অপহৃত মার্কিন সাংবাদিক সোমার্সকে হত্যা করা হয়েছে। অবশ্য তিনি এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলেন নি। সোমার্সকে মুক্ত করার জন্য বিশেষ মার্কিন বাহিনী ইয়েমেন সেনাবাহিনীর সহযোগিতায় দেশটির পূর্বাঞ্চলীয় হাদরা মাউত প্রদেশে এক ব্যর্থ অভিযান চালায়।
এর আগে ‘মার্কিন সন্ত্রাসবাদ মনিটরিং গ্রুপের কাছে পাঠানো তিন মিনিটের ভিডিও বার্তায় আল-কায়েদার এক সন্ত্রাসী হুমকি দিয়ে বলেছিল, আমেরিকা আল-কায়েদার দাবি মেনে নিতে ব্যর্থ হলে সোমার্সকে এর জন্য ‘করুণ পরিণতি’ ভোগ করতে হবে। অবশ্য আল-কায়েদার দাবী কি ছিল সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায় নি।# ৬ ডিসেম্বর (রেডিও তেহরান
No comments: